০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অ্যাপলকে টপকে শীর্ষে স্যামসাং

-


চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন স্মার্টফোন বাজারে অ্যাপলকে হারিয়েছে স্যামসাং। তিন বছরের মধ্যে এবারই প্রথম মার্কিন টেক জায়ান্টকে ধরাশায়ী করেছে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট। গত তিন বছরে মার্কিন বাজারে অ্যাপলকে টপকাতে পারেনি স্যামসাং। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন বাজারে একবার অ্যাপলের চেয়ে উপরে উঠে এসেছিল স্যামসাং।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি অ্যানালেটিকস’-এর তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বরে মার্কিন বাজারের ৩৩.৭ শতাংশ নিজেদের দখলে রেখেছিল স্যামসাং। হিসাবে গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির বাজারের দখল ৬.৭ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, অ্যাপলের দখলে ছিল মার্কিন বাজারের ৩০.২ শতাংশ। ১৪.৭ শতাংশ বাজার পেয়ে তৃতীয় হয়েছে আরেক দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি পণ্য নির্মাতা এলজি।
যুক্তরাষ্ট্রে এবার স্যামসাংয়ের বিক্রি বাড়াতে সাহায্য করেছে মাঝারি দামের স্মার্টফোন, গ্যালাক্সি নোট২০ এবং গ্যালাক্সি জেড ফোল্ড২-এর মতো ফ্ল্যাগশিপ ফোন। মোবাইল ফোন শিল্প সংশ্লিষ্টরা বলছেন, অ্যাপলের আইফোন ১২ আনতে দেরি হওয়াও প্রভাব রেখেছে স্যামসাংয়ের সাফল্যে।
সচরাচর সেপ্টেম্বরে নতুন আইফোন আনে অ্যাপল। কিন্তু এ বছর অক্টোবরে নিজেদের নতুন স্মার্টফোন বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারেও এ বছরের তৃতীয় প্রান্তিকে নেতৃস্থানীয় অবস্থানে ছিল স্যামসাং। বাজারের ২১.৯ শতাংশই ছিল তাদের দখলে। বিশ্ব বাজারে ১৪.১ শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে এবং ১২.৭ শতাংশ বাজার নিয়ে শাওমি তৃতীয় অবস্থানে রয়েছে।


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল